নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তাপস বিশ্বাস ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, তাপস বিশ্বাস (৫৩) নামের ওই ব্যবসায়ী ফতুল্লার ধলেশ্বর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। গত ২৫ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে তিনি পরিবারের সঙ্গে বাড়ির বাইরে যান। বিকেল ৪টার দিকে ফিরে এসে দেখেন, তার বাসার প্রধান দরজার তালা ভাঙা।পরে ঘরে প্রবেশ করে দেখতে পান, চোরের দল আলমারির তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, একটি সোনার আংটি, এক জোড়া সোনার দুল ও একটি মোবাইল ফোনসহ প্রায় ২০ হাজার টাকার সম্পদ নিয়ে গেছে।
চুরি হওয়া মোবাইল ফোনটির মডেল রেডমি নোট-৮ প্রো, যার মোবাইল নম্বর ছিল ০১৮৯৩৩৬৬৬৩৩ এবং ০১৮৯৪৪৫৫৪০১।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাপস বিশ্বাস জানান, “বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কাছে লিখিত অভিযোগটি জমা দিয়েছেন তাপস বিশ্বাস।
তিনি আরও জানান, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পুলিশে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।





