নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লা প্রেসক্লাব এর সভাপতি রহিম,সম্পাদক মাসুম

নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুর রহিমকে (দৈনিক শেয়ার বিজ ও দৈনিক সংবাদচর্চা ) সভাপতি এবং নিয়াজ মো. মাসুমকে(দৈনিক নয়া দিগন্ত,দৈনিক সোজাসাপ্টা ও নারায়ণগঞ্জ টাইমস) সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার ( ১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে ২০২৫-২৭ইং দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি হিসেবে সেলিম মুন্সি (দৈনিক ক্যাপিটাল বিউজ), পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর) ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আ. আলিম লিটন (দৈনিক অগ্রবাণী)।সেইসঙ্গে দপ্তর সম্পাদক এমএ সুমন ( দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন ( নারায়ণগঞ্জের খবর) ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জসিমউদদীন (দৈনিক যায়যায়দিন)।এছাড়াও কার্যকরি সদস্য হয়েছেন রিয়াদ মো. চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মো. রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মো. আরিফ হোসেন (দৈনিক যুগের চিন্তা )।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >