নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

খাঁনপুর হাসপাতালে
র‍্যাব-১১ এর অভিযানে আটক ১৫ দালাল

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবদি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল ̈কর অপরাধী ১৪১ জন, আরসা সদস ̈-১৫ জন, হত্যা মামলায় ১৪৪ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৬২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৯ জন গ্রেফতারসহ ৯২ টি অস্ত্র ও ১২৯৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩৩৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‍্যাব-১১। পাশাপাশি ৬১ জন অপহরণকারী গ্রেফতারসহ ৬২ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৬৬ জন, জেল পলাতক ৩৮ জন, প্রতারণার আসামী-১৫ জন সহ
অন্যান্য ̈ অপরাধী প্রায় ৩৫৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।


১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়গঞ্জ এবং এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,নারায়ণগঞ্জ এর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সরকারী কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সরকারী আদেশ অমান্য করার দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ মোতাবেক ০৭ জন পুরুষ এবং ০৮ জন মহিলাসহ মোট ১৫ জন কে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করেন।
ঘটনা সূত্র পর্যালোচনায় জানা যায় যে, ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জে কিছু সংখ্যক বহিরাগত দালাল পুরুষ ও মহিলা বেআইনীভাবে হাসপাতালে আগত রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং মিথ্যা আশ্বাস দিয়ে ভাল চিকিৎসার কথা বলে বাহিরে মালিকানাধীন বিভিন্ন ক্লিনিকে নিয়ে ডাক্তাদের সাথে যোগসাজশে অন্যায়ভাবে বেশি বেশি মেডিক্যাল টেষ্ট করান এবং ব্যাক্তিগত ভাবে লাভবান হন। এছাড়াও জানা যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে যোগসাজসে বেশি বেশি মেডিক্যল টেস্ট লেখান এবং সকলে আর্থিকভাবে লাভবান হন।
গ্রেফতার করার লক্ষে ̈র‍্যাব -১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে উর্ধ্বত্বন অফিসারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় বিধি মোতাবেক হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করে র‍্যাব-১১, সিপিসি-১,
নারায়গঞ্জ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ এর সহযোগীতায় আইনানুগভাবে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সরকারী আদেশ অমান্য করার দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ মোতাবেক ধৃত আসামী ১। মোঃ চিনু ইসলাম (৩৮), পিতা- আব্দুল গফুর, , মাতাঃগোলে আকসা, ঠিকানা- সাং থানপুর, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ, ২। সোমন মিয়া (২৫), পিতা- সোমেদ আলী, মাতা- বিনা বেগম, সাং কায়েম,থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ৩। কামরুল ইসলাম (৩০), পিতা- রাজ্জাক হাওলাদার, মাতা- মোশেদা বেগম, সাং তল্লা, থানা- ফতুল্লা, জেলা-
নারায়ণগঞ্জ,, ৪। মোঃ আলমগীর কবির (৪৫), পিতা- কলিম উল্লা মুন্সী, মাতা- আমেনা বেগম, সাং খানপুর, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ,, ৫।মোঃ মাসুম (৪০), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- সালেহা বেগম, সাং খানপুর, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ, ৬। মোঃ ফরিদ (২৫), পিতা-আবুল কাশেম, মাতা- ফিরোজা বেগম, সাং খানপুর, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ, ৭। মোঃ রবিন (৩৮), পিতা- মোঃ রাজু মিয়া, মাতা- সাহানা বেগম, সাং খানপুর, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ, ৮। শিউলি আক্তার(৩৫),পিতা- সামদ আলী দেওয়ান, স্বামী- মৃত ওয়ালী উল্লাহ, মাতা-ফজিলাতুন নেছা, সাং মুকুলদী, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ৯। ফরিদা পারভীন (৫২), স্বামী- মৃত মোঃ আলী, পিতা- আব্দুল লতিফ, সাং পঞ্চবটি, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ১০। মোছাঃ আম্বিয়া (৪৮), ̄স্বামী –মৃত আজগর আলী, পিতা- সাবেদ আলী, মাতা- ফজিলাতুন নেছা, সাং
মুকলদি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ১১। রাজিয়া বেগম (৪৫), পিতা- মৃত খলিলুর রহমান, মাতা- হালিমা বেগম, সাং নবী গঞ্জ থানা- বন্দর,জেলা- নারায়ণগঞ্জ, ১২। কাকুলি আক্তার (৩৬), পিতা- খবির হোসেন, মাতা- খালেদা বেগম, সাং দাশের গাঁও, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,১৩। কাকুলি আক্তার (৩৬), পিতা- খবির হোসেন, মাতা- খালেদা বেগম, সাং দাশের গাঁও, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,, ১৪। মোছাঃ রোখসানা(৫০), স্বামী – শাহাদাত, পিতা- মৃত নুর ইসলাম , মাতা- অহিতুন নেছা সাং নবী গঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ১৫। মোছাঃ মাকছুদা(২৫), ̄স্বামী- মেহেদী হাসান, পিতা- মৃত জাহাঙ্গীর খান , মাতা- সালেহা বেগম সাং বালিপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জসহ মোট ১৫ জন (পুরুষ ও মহিলা) কে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >