জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে সাতটি ইসলামী দল। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা একত্রে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু,নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত,ফ্যাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করা,স্বৈরাচারের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
স্মারকলিপি প্রদানের পর জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেনঃ“দেশের জনগণ কোনো দলের চাপ মানবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এটাই এখন জাতীয় দাবি।”
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা দাবি করেছে। একই সঙ্গে খেলাফত মজলিসের নায়েবে আমির আহম্মদ আলি কাসেমী দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন দাবিগুলো আদায়ে।
এর আগে, জামায়াতে ইসলামী জানায় ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় একযোগে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।অংশগ্রহণকারী দলগুলো হলো:জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ,ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামিক ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলাম।






