নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত: সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও ফ্রি চক্ষু ক্যাম্প

বিশ্ব দৃষ্টি দিবস–২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জে রঙিন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক ম্যানেজার (বিএইচপি) মো. মুস্তাফিজুর রহমান, জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম হোসেন, এলাকা ব্যবস্থাপক পবিত্র কুমার দেবনাথ, কর্মসূচি সংগঠক অন্তু কর্মকার এবং ভিশন স্প্রিং-এর প্রতিনিধি।

বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়া ও নিয়মিত চক্ষু পরীক্ষা করানো দৃষ্টিশক্তি রক্ষায় অত্যন্ত জরুরি। তারা দৃষ্টি সচেতনতা বাড়াতে সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চোখের পরীক্ষা ও পরামর্শ সেবা দেওয়া হয়। এতে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, চিকিৎসক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ মানুষের দৃষ্টি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >