নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে আমলাপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারের নিচতলায় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর নেতৃবৃন্দ, মহানগর বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে একত্রে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপির তত্ত্বাবধান ও সহযোগিতার প্রশংসা করেন।

পরে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, দুর্গাপূজায় আমরা মহানগরের নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের সমন্বিত প্রচেষ্টায় এ বছরের উৎসব অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও যেকোনো ধর্মীয় বা সামাজিক উৎসবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

সাক্ষাৎকালে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ করে আহ্বায়ক ও সদস্য সচিবকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীতেও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা সহ সহযোগিতা দাঁড়া অব্যাহত থাকবে এই প্রত্যাশা রাখছি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সিনিয়র সহ-সভাপতি তিলোত্তমা দাস, সহ-সভাপতি প্রদীপ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস,
সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা,
সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সহ-সভাপতি বিমল চৌধুরী, যুগ্ম সম্পাদক শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, লাইব্রেরি সম্পাদক রতন সাহা,
সহ-দপ্তর সম্পাদক সুমন দে, সদস্য দিলীপ সাহা,
বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোষ সাধু,
সহ-প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক অভিজিৎ সেন সজল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র।
এবং আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >