নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দলের সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির অন্তর্গত আলীরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে রবিবার (৫ অক্টোবর) বিকেলে কর্মীসভা ও ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সভায় সভাপতিত্ব করেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আলীরটেক ইউনিয়ন বিএনপি ঐতিহ্যবাহী ও শক্তিশালী সংগঠন। জাতীয় নির্বাচন সামনে, এই সময়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, দলের সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে হবে। দল যাকে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও যোগ করেন, “ব্যক্তি নয়, সংগঠন বড়। আলীরটেক বিএনপি হবে ত্যাগী, আদর্শবান ও সুশৃঙ্খল নেতৃত্বের উদাহরণ।”

প্রধান বক্তা অ্যাডভোকেট টিপু বলেন, “মা-মাটি-মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে নেমেছি। আগামী ১৪ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে, তা না হলে মহানগর বিএনপি পুনর্গঠনের সিদ্ধান্ত নেবে। সংগঠন টিকে শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে, কোনো ব্যক্তিগত সম্পর্ক বা প্রভাবের দ্বারা নয়।”

সভা ও লিফলেট বিতরণ শেষে নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের হাতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির সিনিয়র আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মাহবুবুল আলম জুলহাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ শতাধিক নেতাকর্মী।

উক্ত কর্মসূচি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মাঠ পর্যায়ের তৎপরতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে এবং দলের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের বার্তা পুনর্ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >