নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চুরির মামলায় গ্রেফতার হল ফতুল্লার যুবলীগনেতা টাকলা শামীম

চুরির মামলায় ফতুল্লার পোস্ট অফিস রোডস্থ রিফুজি বাড়ীর যুবলীগ নেতা শামীম ওরফে টাকলা শামীম কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার পুলিশ তাকে দাপা পোস্ট অফিস রোডস্থ রেইনবো মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কৃত যুবলীগ নেতা শামীম ওরফে টাকলা শামীম ফতুল্লা থানার দাপা পোস্ট অফিস রোডের রেইনবো গলির রিফুজি বাড়ী সংলগ্ন মৃত জলিল  মিয়ার পুত্র।

ফতুল্লা পোস্ট অফিসরোডস্থ রেইনবোর মোড়ে অবস্থিত মুন ডাইং এন্ডং ফিনিসিংয় নামক কারখানার মালিকের করা মামলায় জানা যায় কারখানাটির ভিতরে অপর একটি ভবন নির্মানের জন্য গত কয়েকদিন পূর্বে বাদী এক ট্রাক সিপটিন ও বালু মজুত করে। পরবর্তীতে শামিম রাতের অন্ধকারে কারখানার নিরাপত্তা রক্ষীকে ভয়ভীতি প্রদর্শন করে উল্লেখিত সিপটিন ও বালু জোড়পূর্বক নিয়ে যায়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ মঙ্গলবার রাতে রেইনবো মোড় এলাকায় অভিযান চালিয় যুবলীগ নেতা শামীম ওরফে টাকলা শামীম কে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,শামীম কে মঙ্গলবার রাতে  চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আজ(বুধবার) আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >