নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে লালপুর, পৌষাপুকুর পাড়, বাংলাদেশ খাদ ও পাম্প হাউজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। গতকাল রোববার এসব এলাকা পরিদর্শন করেন এবং সমস্যা নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন তিনি।
স্থানীয়রা জানান, রেললাইন সংলগ্ন খালে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে খাল ভরাট হয়ে গেছে। খালের প্রস্থও অনেকটা সরু হয়ে যাওয়ায় পানি নির্দিষ্ট স্তরে নামতে পারছে না। এতে পানি বিপরীত দিকে জমে গিয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষ নানা অভিযোগ তুলে ধরেন। তারা জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।
অভিযোগ শোনার পর মশিউর রহমান রনি বলেন, “সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। খাল খনন সহ যেসকল কাজ করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে, তা আমি আমার নিজ উদ্যোগে সম্পন্ন করবো ইনশাআল্লাহ। ফতুল্লার সন্তান হিসেবে আমি ফতুল্লাবাসীর পাশে আছি।
উল্লেখ্য, মশিউর রহমান রনি ইতিপূর্বে ইসদাইর, মাসদাইর, মুসলিমনগর, শাসনগাও, ভোলাইলসহ আশপাশের এলাকায় পরিদর্শন এবং সেসকল এলাকার খালগুলো নিজ অর্থায়নে বেকু দ্বারা পরিস্কার করে দিয়েছেন। এতে সেসকল এলাকার মানুষ আগের তুলনায় অনেকটাই স্বস্তিতে রয়েছেন।





