নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবীদের যেকোনো প্রয়োজনে পাশে আছি : মান্নান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যেই প্যানেল দিয়েছে, এই প্যানেলের প্রত্যেকেই হলো কল্যাণকামী মানুষ। বিগত একটি বছর তারা আইনজীবীদের কল্যাণে কাজ করেছে। এবারের ভোটের মাধ্যমে বিজয়ী হলে আগামীতেও তারা আইনজীবীদের কল্যাণে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আসলে বিগত সময়ে আমরা আইনজীবীদের পাশে ছিলাম, কিন্তু রাজনৈতিক কারণে আমাদেরকে নানা ভাবে দূরে সরিয়ে রেখেছিলো স্বৈরাচারের লোকেরা। আজ তারাই তাদের কৃতকর্মের কারণে দূরে সরে গেছে। আমি আইনজীবীদের যেকোনো বিষয়ে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সকল আইনজীবীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যেই প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরিচিতি ও নির্বাচন কেন্দ্রীক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন। আজহারুল ইসলাম মান্নানের সার্বিক আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার নির্বাচন পরিচালনার কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে বক্তারা নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলকে জয়ী করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >