নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বারের উন্নয়নে হুমায়ুন-আনোয়ার প্যানেলকে জয়ী করার বিকল্প নেই : সাখাওয়াত

মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার কমিটির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভেকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে যেই প্যানেল ঘোষণা করেছে, এই প্যানেলের হাত ধরেই আইনজীবী সমিতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বিগত সময়ে বহিরাগত আওয়ামী সন্ত্রাসীরা আদালত পাড়ায় এসে আমাদের আইনজীবীদের লাঞ্ছিত করেছিলো। আমরা সেগুলো ভুলে গিয়ে দলমত নির্বিশেষে সকল আইনজীবীদের কল্যাণে কাজ করতে চাই। এই জন্যই হুমায়ন কবীর ও আনোয়ার প্রধানের নেতৃত্বে এমন একটি দক্ষ ও আইনজীবী বান্ধব প্যানেল তৈরী করা হয়েছে। এই প্যানেলকে ভোটের মাধ্যমে বিজয়ী করার বিকল্প নেই। কারণ আগামীতে জাতীয় নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সেক্ষেত্রে আইনজীবীদের এবং এই বারের সকল সুযোগ সুবিধা পেতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বের বিকল্প নেই। আগামীতে এই প্যানেল সরকারের যেকোনো পর্যায়ে সুযোগ সুবিধার বিষয়ে কথা বলতে পারবে। তাছাড়া ম্যাজিস্ট্রেট কোর্ট ও জজ কোর্ট যদি একই স্থানে রাখতে হয়, তাহলে এই প্যানেলকে বিজয়ী করার বিকল্প নেই। পাশাপাশি এই প্যানেল বিজয়ী হলে আগামী ৬ মাসের মধ্যে বার ভবনের ৫ ও ৬ তলা নির্মাণ সম্পন্ন করা হবে। যেখানে ৭২টি চেম্বারে ১৪৪ জন আইনজীবী তাদের বসার স্থান গড়তে পারবে। ভবনে দুটি লিফট নির্মাণের জন্য আমরা কাজ করবো। একটি আমাদের অ্যাটর্নী জেনারেল ইতিমধ্যেই উপহার দেয়ার বিষয়ে আশ্বস্ত করে গেছেন। আনেকটি যেকোনো উপায়ে যে কারো মাধ্যমে আমি নির্মাণের ব্যবস্থা করবো। কারণ এই ভবন ভবিষ্যতে ৮ তলা পর্যন্ত নির্মাণ করা হবে। পাশাপাশি আমাদের আইনজীবীদের জন্য ভালো মানের খাবারের ক্যান্টিন নেই। আমরা প্রথমেই পুরাতন ক্যান্টিন ভেঙ্গে সেখানে দুই তলা বিশিষ্ট একটি মানসম্মত ক্যান্টিন নির্মাণ করবো। এসবের জন্য আইনজীবী ফোরামের এই প্যানেলকে বিজয়ী করতে হবে।’

গতকাল নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরিচিতি ও নির্বাচন কেন্দ্রীক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সার্বিক আয়োজনে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার নির্বাচন পরিচালনার কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে বক্তারা নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলকে জয়ী করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >