নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে শিশু ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে শিশু ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্কুল প্রঙ্গণে এ নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
হাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য নাসির প্রধান, মোহাম্মদ রনি, মোহাম্মদ স্যার ও দেলপাড়া এলাকার কবর স্থান জামে মসজিদের খতিব এবং দেলপাড়া খোদায় বাড়ি ডিগ্রি মাদ্রাসা মসজিদের ইমামগণ।
এই প্রথম শিশুদের নবীন বরণ করে সাড়া ফেলেছে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল।
এসময় অতিথিরা ছাত্র-ছাত্রীদের ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >