ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে অবশেষে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এলাকাবাসীর দাবির মুখে তিনি নিজ খরচে খাল খনন করার ঘোষণা দিয়েছেন। ঘোষ রবিবার থেকে এই খাল খনন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
শনিবার সকালে মশিউর রহমান রনি ফতুল্লার ইসদাইর, মাসদাইর, লালপুরসহ জলাবদ্ধতায় প্লাবিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সাথে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র দেখেন এবং জলাবদ্ধতার মূল কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করেন।

পরে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে মশিউর রহমান রনি তাৎক্ষণিকভাবে নিজ খরচে খালটি খনন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার এই ঘোষণায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
তাদের মতে, এই খালটি সচল হলে রেললাইনের পূর্ব পাড়ের একটি বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা এবারের বর্ষায় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।

এ বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান রনি বলেন, “বিগত সরকারের অব্যবস্থাপনা এবং শামীম ওসমান-এর গাফিলতির কারণে ফতুল্লার মানুষ বছরের পর বছর ধরে পানিবন্দী জীবন কাটাচ্ছে। তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেই। তাই মানুষের কষ্ট লাঘবে আমি নিজেই এই উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, খালটি খনন সম্পন্ন হলে এ বছর আর জলাবদ্ধতা হবে না।”







