নারায়ণগঞ্জ । শনিবার
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বেড়াতে এসে খালুর হাতে ধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থী, ধর্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুব্রত রায় (৪৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নিজ শ্যালিকার মেয়েকে ধর্ষণের অভিযোগে গতকাল ফতুল্লার ভূইঘর এলাকা থেকে ওই লম্পটকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভূইঘর এলাকার জনৈক মহসীন মিয়ার বাড়ীতে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর একাদশ শ্রেণীতে পড়ুয়া ১৯ বছর বয়সি ওই ধর্ষিতা তরুনী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।


ধর্ষক সুব্রত রায় গোপালগঞ্জের কোটালীপাড়া থানার কলাবাড়ী এলাকার সুশীল রায়ের ছেলে। সে ঢাকার একটি ট্রাভেলস কোম্পানীতে চাকুরীর সুবাধে ফতুল্লার ভূইঘর এলাকার জনৈক মহসীন মিয়ার বাড়ীতে স্বপরিবারে বসবাস করছিলেন।


মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থী দিনাজপুরে বসবাস করেন। সেখানেই একটি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যায়ন করছেন তিনি। গত ১২ অক্টোবর তিনি ফতুল্লার ভূইগড়ে তার খালা তপু কার্তনিয়ার ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। এখানে আসার পর থেকেই তার খালু লম্পট সুব্রত রায় তাকে তার সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য ফুসলাতে থাকে। বিষয়টি তিনি তার খালাকে জানালেও লোক লজ্জার ভয়ে তা কাউকে না বলার অনুরোধ করে সে।

পরবর্তীতে গত ২৩ অক্টোবর সকালে তার খালাতো বোন স্কুলে গেলে খালা বাজারের জন্য ঘর থেকে বেড় হয়। এসময় ঘরে ঘুমোচ্ছিলেন ভুক্তভোগী তরুনী। সুযোগ পেয়ে লম্পট সুব্রত রায় তার ঘরে গিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা ওই তরুনীকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি ঘুম থেকে উঠে চিৎকার করতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় লম্পট সুব্রতকে আসামী করে থানায় ধর্ষন মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘থানায় ধর্ষনের অভিযোগ পেয়েই মামলা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আসামীকেও গ্রেফতার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >