বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সংখ্যালঘু বা সনাতনী ধর্মীয়ও বলতে কিছু নাই সেটা আপনারা সবাই শুনেছেন। তারেক রহমান সংখ্যালঘু শব্দটা অপছন্দ করেন।
রোববার (৩১ আগষ্ট) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই এক, আমরা সবাই একে অপরের পরিপূরক। ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি আমরা সব সময় আপনাদের পাশে পূর্বেও ছিলাম এখনও আছি আর ভবিষ্যতে আমাদের আপনাদের পাশে পাবেন।
তিনি আরও বলেন, বর্তমানে এবং ভবিষ্যতে একইভাবে তাই করতে পারবেন চিন্তা করার কোনো কারণ নাই। বিএনপি এদেশের জনগণের মনের কথা বলে এদেশের মানুষের অধিকারের কথা বলে এবং সর্বোপরি চর্চা করে।
তিনি বলেন, আপনারা জানেন অবগত আছেন এ দলের প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। দীর্ঘদিন দলকে ধরে রেখেছেন খালেদা জিয়া, আমাদের নেতা আপনাদের সকলের পছন্দের নেতা তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে।
তিনি বলেন, আপনারা তাদের জিনিস তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যান। তাতে আপনাদের মঙ্গল হবে জনগণ হাসবে না। আপনাদের খারাপ লাগবে না। চুপি চুপি কাজটা করে ফেলেন। যদি না দেন কঠিন ব্যবস্থা নেওয়া হবে কিন্তু। আপনারা কিন্তু অবৈধভাবে দখল করে রাখতে পারবেন না।
তিনি আরও বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে হরণ করবেন সেটা ভুলে যান। তাদের জিনিস তাদেরকে বুঝিয়ে দেন। আপনাদেরকে সময় দিলাম বুঝিয়ে দেন।







