বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার ৫৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে মাহমুদ হাসান চয়নকে সভাপতি, হারুন ভূইয়াকে সাধারণ সম্পাদক ও মো. রাসেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির ১নং কার্যকরি সদস্য পদে আছেন মাহফুজুর রহমান নাঈম।
অনুমোদিত এই পূর্নাঙ্গ কমিটির তালিকায় দেখা গেছে, ৮জনকে সহ-সভাপতি, ২ জন যুগ্ম সম্পাদক ও ১৪ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্পাদক পদে রেখে ১৮জনকে সাধারণ সদস্য করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার এই নতুন কমিটিতে মো. রাসেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করায় তিনি এক বার্তায় দলের সিনিয়র ও দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
রাসেল বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা কমিটিতে মাহমুদ হাসান চয়ন ভাইকে সভাপতি নির্বাচিত করায় ও আমাকে সাংগঠনিক সম্পাদক করে আমার প্রতি আস্থা রাখায় আমি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ম্যাডামকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আমার রাজনৈতিক নেতা জি.এম. সাদরিল ভাইয়ের প্রতি। এছাড়াও নবগঠিত নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের এই কমিটিতে যারা সুযোগ পেয়েছেন, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই কমিটি অতীতের চেয়েও আরও বেশি সক্রিয় এবং কার্যকরি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠনকে সাংগঠনিক দিক থেকে যেন আরও বেশি গতিশীল করে সিনিয়র নেতাদের আস্থার প্রতিদান দিতে পারি, সেজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।’








