নারায়গঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নয়ন (৪৯) নামের এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর মরদেহ একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে রেখে দেওয়া হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় মাওয়া মার্কেট এর পেছনে স্থানীয়রা মরদেহটি দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।পরে,পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত নয়ন ফতুল্লার কুতুবপুর এলাকার পিলকুনি এলাকার সালামের ছেলে । পুলিশ এর প্রাথমিক তদন্তে জানা যায় নয়নের দুটি স্ত্রী। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরে অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসীর হাতে খুন হন নয়ন এবং তারা লাশ গুমের চেষ্টা করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান,মরদেহটি একটি পলিথিন এ পেচানো অবস্থায় ড্রামের মধ্যে রাখা ছিলো।
স্থানীয়রা ধারনা করছেন, সন্ত্রাসীরা নয়নকে অন্য কোথাও খুন করার পরে মরদেহটি এখানে এনে ফেলে গেছে।সিআইডি এবং পিবিআই এর ক্রাইম সিন টিম এই হত্যার রহস্য উন্মেচন এর জন্য আলামত সংগ্রহ করেছে।







