নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধি বিভিন্ন মহলের ক্ষোভ

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি করে ৫৫ টাকা ধার্য্য করা হয়েছে। বাস ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন সংগঠন

বুধবার (২০ আগস্ট) বিকাল ৩টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় আড়াই ঘণ্টা ধরে মালিক, শ্রমিক ও অন্যান্য পক্ষের তর্ক-বিতর্কের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সভায় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “মালিক ও শ্রমিক পক্ষ একটি অভিযোগ তুলেছে যে গাড়ি চালানোর ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্নজনকে চাঁদা দিতে হতো। সেই আলোচনার ভিত্তিতে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এখন যেহেতু চাঁদার বিষয়টি নেই, সেই ছাড় মালিকদের দিতে হবে।”

প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “বাস মালিকরা কখনো চাঁদা দেয়নি। মিডিয়াতে কাজ করার কারণে আমরা বিষয়গুলো খুঁজি। মালিক সমিতিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বারা নিয়ন্ত্রিত। সরকার পরিবর্তনের পরও এটি প্রভাবিত। বর্তমানে কেউ চাঁদা দিচ্ছে না, অথচ ভাড়া বাড়ানো হচ্ছে।”

জেলা বাসদ কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব বলেন, “এসি বাসের ভাড়া ৭০ টাকা এবং নন-এসি ৫০ টাকা নির্ধারিত। মালিকরা বিভিন্ন সিট সংখ্যার বাস চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সময় সিট পূর্ণ হয় এবং ইঞ্জিনের ওপরও যাত্রী বসে। বাসে সিট সংখ্যা বাড়ানো বা কমানো শুধুমাত্র মালিকপক্ষের ইচ্ছায় হওয়া উচিত নয়।”

রফিউর রাব্বি উল্লেখ করেন, “গতবারের আলোচনায় বলা হয়েছিল, চাঁদা বন্ধ করলে বাস ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না। তবে এখন চাঁদা দেওয়ার প্রয়োজন নেই, সুতরাং ভাড়া কমানো উচিত।”

সভায় পরিবহন মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর দাবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে সভায় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এবং ছাত্র ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন। সেই সঙ্গে ভাড়া বৃদ্ধির পক্ষে বিপক্ষে দুটি পক্ষ তৈরি হয়। সবাই নিজ নিজ দাবির পরিপ্রেক্ষিতে যুক্তি উপস্থাপন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। আইন অনুযায়ী সবাই ন্যায্য অধিকার পাওয়ার দাবি রাখে। সে অনুযায়ী সবার বিষয়টি বিবেচনা করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি সপ্তাহের সাতদিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিতে হবে।

উল্লেখ, গত বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >